Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

ক. উপকূলীয় বাঁধ নির্মান ও সংরক্ষণ।

খ. লবনাক্ততার অনুপ্রবেশ রোধ এবং মরুকরণ প্রশমন।

গ. ভূমি সংরক্ষণ, ভূমি পরিবৃদ্ধি ও পুনরুদ্ধার এবং নদীর মোহনা নিয়ন্ত্রণ।

ঘ. তীর সংরক্ষণ ও নদী ভাঙ্গন হতে সম্ভাব্য ক্ষেত্রে শহর, বাজার, হাট এবং ঐতিহাসিক ও জাতীয় জনগুরুত্বপূর্ণ স্থাপনা সমূহ সংরক্ষণ।

ঙ. নদী ও নদী অববাহিকা নিয়ন্ত্রণ ও উন্নয়ন এবং বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন, সেচ ও খরা প্রতিরোধের লক্ষ্যে বাঁধ, রেগুলেটর বা অন্য যে কোন অবকাঠামো নির্মাণ।

চ. সেচ, মৎস চাষ, নৌ-পরিবহন, বনায়ন, বন্যপ্রাণী সংরক্ষণ ও পানি প্রবাহের উন্নয়ন কিংবা পানি প্রবাহের গতিপথ পরিবর্তনের জন্য জলপথ, খালবিল ইত্যাদি পূনঃখনন।

ছ. বন্যা নিয়ন্ত্রন /পানি নিষ্কাশন কাঠামো পরিচালন ও রক্ষনাবেক্ষণ।

জ. নতুন প্রকল্প গ্রহণ।

ঝ. ভূমি অধিগ্রহণ।

ঞ. জমি ইজারা/মাছ চাষ/ বৃক্ষ রোপন।